
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য ঈদগাঁও থানার ওসি ও ফোর্সকে দিকনির্দেশনা প্রদান করেছেন কক্সবাজাের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
১৭ ডিসেম্বর (বুধবার) কক্সবাজারের ঈদগাঁও থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পিপিএম নাজমুস সাকিব ও ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এসপি সংশ্লিষ্ট থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বৃদ্ধি এবং সাধারণ জনগণের সঙ্গে পুলিশি সেবার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ও ঈদগড় পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।





