
চট্টগ্রামের সাতকানিয়ায় খালের স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় অবৈধভাবে নির্মিত মাটির বাঁধ উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের সীমান্তবর্তী বারমোহা খালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র খালটির ওপর মাটি ফেলে বাঁধ নির্মাণের ফলে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে শ্রমিকদের মাধ্যমে খালের ওপর দেওয়া অবৈধ মাটির বাঁধ অপসারণের কাজ শুরু করা হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে খাল দখল কিংবা ভবিষ্যতে পুনরায় মাটি ফেলে বাঁধ নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা প্রশাসনের দায়িত্ব। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো অবৈধ কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। প্রয়োজন হলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান উপস্থিত ছিলেন। আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।





