Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ প্রতিপাদ্য নিয়ে প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় কক্সবাজারের চকরিয়ায়
বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এনজিও সংস্থা প্রত্যাশী সিমস প্রকল্পের সহযোগিতায় একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোহনা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক প্রবাসগামী ও প্রবাসী নারী পুরুষসহ স্থানীয় সাধারণ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব। প্রত্যাশী সিমস প্রকল্প অফিসার কামরুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার রিয়াদ মাহমুদ, চকরিয়া প্রেসক্লাব সভাপতি এএম ওমর আলী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম খোকন, বিদেশ ফেরত ছুট্টু মিয়া ও জমির উদ্দীন প্রমুখ।

0Shares