Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে টমটম গাড়ি উল্টে পড়ে শিশু নিহত

কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে টমটম গাড়ির যাত্রী তানিয়া আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লালব্রীজের উত্তরে ঈদমনি এলাকার আবচার কোম্পানির দোকানের পাশে ঘটেছে এ সড়ক দুর্ঘটনা।

নিহত শিশু তানিয়া আক্তার চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রাস্তামাথা এলাকার মনোর আলমের মেয়ে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ। তিনি বলেন, শুক্রবার রাতে মা-বাবার সঙ্গে পুর্ববড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার নুরুল আবছার ড্রাইভারের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন শিশু তানিয়া।
এসময় টমটম গাড়িটি পুর্ববড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান শিশু তানিয়া। পরে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর মা-বাবাসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ইউপি চেয়ারম্যান বলেন, ঘটনাস্থল থেকে টমটম গাড়িটি জব্দ করে ইউনিয়ন পরিষদের দফাদারের কাছে জিন্মায় রাখা হয়েছে। তাৎক্ষণিক ঘটনাটি চকরিয়া থানার ওসিকে সবিস্তারে জানানো হয়েছে।

0Shares