Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় বাস চাপায় দুবাই প্রবাসীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস গাড়ির চাপায় দুবাই প্রবাসী শফিউল আলম আয়াজ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

রোববার (২১ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়ার উপজেরার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ মইগ্যারমার ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত যুবক শফিউল আলম আয়াজ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার লাইনম্যান সেলিম উদ্দিনের বড় ছেলে।

স্থানীয় এলাকাবাসী নিহতের পরিবার সূত্রে জানাগেছে, রোববার সকাল ১১টার দিকে মোটরসাইকেল যোগে শফিউল আলম আয়াছ তার ব্যক্তিগত কাজে উপজেলার ডুলাহাজারায় এক বন্ধুর কাছে যাচ্ছিল। প্রতিমধ্যে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ মইগ্যারমার ছড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা হানিফ পরিবহণের বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গাড়ির নিচে চাপা পড়ে মোটর সাইকেল দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে সে প্রাণ হারায়। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করে।

সড়ক দুর্ঘটনায় নিহত যুবক আয়াছ বিগত দুইমাস পূর্বে দুবাই থেকে দেশে আসেন। গত অক্টোবর মাসে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আগামী ২৯ ডিসেম্বর সে দুবাই তার নিজ কর্মস্থলে চলে যাওয়ার কথা ছিল।

মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান- মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের মরদেহ উদ্ধার হয়। দুর্ঘটনায় পতিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

0Shares