
আগামী ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ৯ হাজার কুকুর বিড়ালকে জলাতঙ্ক টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২১ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের সম্মেলনকক্ষে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে অনুষ্ঠিত টিকাদান সংক্রান্ত অবহিতকরণ সভায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের টিএইচও ডাঃ জায়নুল আবেদিন।
টিএইচও ডাঃ জায়নুল আবেদিন বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে একমাস বয়সের শুরু করে পরিপক্ব বয়সের ৯ হাজার কুকুরকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা প্রতিটি এলাকায় গ্রাম ঘুরে ঘুরে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করবেন।
এসময় গৃহপালিত বিড়ালকেও টিকা দেওয়া হবে। তবে বিড়ালকে জলাতঙ্ক টিকা দেয়ার ক্ষেত্রে বাড়ি মালিককে স্বাস্থ্য কর্মীদের টিকাদানস্থানে নিয়ে আসতে হবে। প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত টিকাদান কর্মসুচি চলবে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিনের সভাপতিত্বে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২৫ বাস্তবায়নে অবহিত করন সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব।
সহকারী স্বাস্থ্য পরিদর্শক খাইরুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন, চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ আরিফ উদ্দিন,
স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি টিকাদান কার্যক্রমের সুপারভাইজার নাদিম আহমেদ, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ প্রমুখ। এছাড়াও সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা (সচিব),স্বাস্থ্য বিভাগের টিকাদান সুপারভাইজার, পরিসংখ্যানবিদ, পৌরসভার প্রতিনিধি, স্যানেটারী ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।





