👤 এম জিয়াবুল হক, চকরিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
তিনি রাজনৈতিক কর্মকান্ডের কারণে রাজধানীতে অবস্থান করায় রোববার দুপুরে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নিকটাত্মীয় ও প্রেস সচিব ছফওয়ানুল করিম। সালাহউদ্দিন আহমেদ নিজের নির্বাচনী এলাকা কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়া উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তার (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ইউএনও'র দপ্তর থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা গেছে, মনোনয়ন ফরম সংগ্রহকালে ওই সময় ছফওয়ানুল করিম ছাড়া পরিচিত ও বিএনপি দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন না।
সালাহউদ্দিন আহমেদ এর জন্মভূমি পেকুয়া উপজেলায়। কিন্তু তিনি এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চকরিয়া উপজেলা থেকে।
সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহীন দেলোয়ার। তিনি বলেন, রোববার দুপুরে সালাহউদ্দিন আহমেদ এর পক্ষে একজন মনোনয়নপত্র নিয়ে গেছেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং ভোটগ্রহণের আগের দিন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালানো যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।