👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় বুধবার ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী কুকুর বিড়ালকে জলাতঙ্ক টিকাদান কর্মসুচি শুরু হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে টিকাদান কর্মসুচিতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে এসিএস প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন।
প্রশিক্ষন কর্মশালা শেষে টিএইচও ডাঃ জায়নুল আবেদিন বলেন, ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন ৯ হাজার জলাতঙ্ক টিকাদানের আওতায় চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ১১৮ জন প্রশিক্ষিত কর্মী কুকুর ধরার কাজ করবে। প্রতিটি ইউনিয়নে তিনটি করে ও পৌরসভা এলাকায় পাঁচটি মিলিয়ে মোট ৫৯টি টিম সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কুকুর বিড়ালকে জলাতঙ্ক টিকাদানে নিয়োজিত থাকবে।
তিনি বলেন, নিয়োজিত টিমে ৫৯ জন টিকাদানকারী ও ৫৯ জন ডাটা কালেক্টর কর্মী গণহারে কুকুরকে টিকাদানের কাজ করবে। পাশাপাশি গৃহপালিত বিড়ালকে জলাতঙ্ক টিকা দেবে।
টিএইচও ডাঃ জায়নুল আবেদিন বলেন, আমরা জনগণের কাছে প্রত্যাশা করবো, এলাকাবাসী সবাই
নিজের বাড়ির পাশাপাশি আশেপাশের এলাকার সব কুকুরকে টিকাদানে সহযোগিতা করে চকরিয়া উপজেলাকে জলাতঙ্কমুক্ত করে সুরক্ষিত করার কাজে এগিয়ে আসবেন।