Search
Close this search box.
Search
Close this search box.

খুটাখালী সবুজপাহাড় নুরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী সবুজপাহাড় নুরানী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে শিক্ষার্থী-অভিভাবকবৃন্দের সমন্বয়ে সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্টাতা ডাঃ নুরুল আবচার। 

শিক্ষক মাওলানা জমির উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা, বিশেষ অতিথিদের মধ্যে আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যাপক মাওলানা আবু বক্কর,ইউপি সদস্য জিশান শাহরিয়ার ও মাষ্টার জাফর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় প্রবীণ মুরব্বি শাহ আলম, শামসুল ইসলাম, ডাঃ মোহাম্মদ আলম, সাইফুল ইসলাম কোম্পানি, মাদরাসার সেক্রেটারী ওসমান, হাফেজ এনামুল হক, মাওলানা জসিম উদ্দিন,  মাওলানা মোহাম্মদ হাসান ও মাষ্টার মুবিনুল হকসহ প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি মুহাম্মদ ওমর হামজা বলেন, স্কুলের তুলনায় মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থার মান কোন অংশে কম নয়। মাদ্রাসায় আপনার সন্তান পড়ালেখা করলে দ্বীনি শিক্ষা সহ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ বেশি থাকে। মাদ্রাসা থেকে দাখিল পাস করে অনেক ছাত্র বর্তমান দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয় কেউ ডাক্তার, কেউ ইন্জিনিয়ার, কেউ ব্যাংকার হিসেবে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন। 

বিশেষ অতিথি মাওলানা আবু বকর বলেন, বর্তমান এই যুগে শিক্ষার্থীদের পড়াশোনার উপর মনোযোগী হওয়ার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কি-না এসবের কুফল সম্পর্কে ধারনা দেয়া হয় অভিভাবকদের। 

সভাপতির বক্তব্যে মাষ্টার আবদুল কাদের বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্য আহবান জানান তিনি।

এছাড়াও সমাবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অভিভাবকদের করণীয়তা নিয়ে আলোচনা ও অভিভাবকদের মতামত গ্রহণ করা হয়। 

সমাবেশে মাওলানা আবু বকর দেশের সার্বিক কল্যাণ ও মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

0Shares