Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজার-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী কাদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম (প্রাইম কাদের)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন দেলোয়ার এর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থী নিজে।
এসময় চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ- সম্পাদক এবং কক্সবাজার জেলা কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আবদুল কাদের প্রাইম বলেন, সহস্র শহীদের রক্তের বিনিময়ে ছাত্র জনতার বিজয়ের মধ্যদিয়ে বাংলাদেশে বাকস্বাধীনতা ফিরে এসেছে। এ অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকারের সুযোগ সৃষ্টি হয়েছে। এই নির্বাচনে বঞ্চিত দেশবাসিকে এবং তারুণ্যের প্রথম ভোট গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা গণঅধিকার পরিষদের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও গণঅধিকার পরিষদের জেলা গণমাধ্যম বিষয়ক সম্পাদক আরাফাত চৌধুরী, চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি শাহেদুল ইসলাম,কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক এএস রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাশেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মুফিজুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি সাকের উল্লাহসহ বিপুল নেতাকর্মী।

32Shares