Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদীর স্মরণে দোয়া মাহফিল

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান শরীফ হাদীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে।

ঈদগাঁও বাজারস্থ ফয়জুল গণি তাহসিনুল কোরআন হেফজখানা মিলনায়তনে বিকাল  তিনটায় অনুষ্ঠিত আলোচনা সভায় শহীদের বিপ্লবী জীবনের উপর আলোচনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর শিক্ষাবিদ মওলানা সৈয়দ নুর হেলালী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা নুরুল আজিম,উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও মাওলানা এনামুল হক ইসলামাবাদী প্রমুখ।

প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশিষ্টজনের  মধ্যে উপস্থিত ছিলেন,ঈদগাহ মেডিক্যাল সেন্টার এন্ড হাসপাতালের এমডি এহছান উল্লাহ,প্রেসক্লাবের সহ-সভাপতি কাফি আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মনছুর,এইচ এন আলম ও আনোয়ার হোছাইন প্রমুখ।

আলোচনা শেষে শহীদের  আত্মার মাগফেরাত ও আল্লাহর নিকট শহীদের জন্য সর্বোচ্চ জন্নাত  কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা এনামুল হক ইসলামাবাদী।

0Shares