👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচনী আচরণবিধি প্রতিপালন তদারকি অব্যাহত রেখেছেন চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন কমিশনের ঘোষিত নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনের আওতাধীন চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বেশকটি ইউনিয়নে অভিযান চালিয়ে বিভিন্ন স্টেশন হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের গেইটে আগে থেকে লাগানো ব্যানার ফেস্টুন ও তোরণ অপসারণ করে দেওয়া হয়েছে।
আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে চকরিয়া উপজেলার বিএমচর ও পুর্ববড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন তদারকি করেছেন। এসময় এসব এলাকার বিভিন্ন মোকামে আগে থেকে দর্শনীয় স্থানে লাগানো ব্যানার পোস্টার ও তোরণ অপসারণ করে দিয়েছেন।
এসময় আদালতের সঙ্গে চকরিয়া থানা পুলিশের একটি টিম এবং আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী কক্সবাজার-১ আসনের নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচনী আচরণবিধি প্রতিপালন তদারকি অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে চকরিয়া উপজেলার বিএমচর ও পুর্ববড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে মোবাইল কোর্টের অভিযানে দর্শনীয় স্থানে আগে থেকে লাগানো বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন ও তোরণ অপসারণ করা হয়েছে।