👤 এম জিয়াবুল হক, চকরিয়া
কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশের অন্বেষণে বদরখালী ইউনিয়ন পরিষদের প্রয়াত জনপ্রিয় চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ কতৃক ২০১২ সালে জীবদ্দশায় নিজ অর্থায়নে চালু করা কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদ বদরখালীতে নুরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কার্যক্রম এখনো অব্যাহত রেখেছেন পরিবার সদস্যরা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বদরখালী জেনারেল হাসপাতালের সার্বিক সহযোগিতায় উৎসবমুখর আয়োজনের মধ্যদিয়ে বদরখালী ডিগ্রি কলেজ কেন্দ্রে সম্পন্ন হয়েছে নুরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি ২০২৫ সালের পরীক্ষা।
নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল নয়টায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বদরখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রী এবং ইবতেদায়ী মাদরাসার চতুর্থ ও দাখিল মাদরাসার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট ১১২ জন অংশগ্রহণ করে।
একইদিন বিকালে খাতা মুল্যায়ন শেষে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক বদরখালী ডিগ্রি কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক আলতাফ হোসেন। ঘোষিত ফলাফলে জানানো হয়েছে, এবছর ১১২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৫২ জন পরীক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
বদরখালী আবদুল হানান স্মৃতি ফাউন্ডেশন ও আবদুল হানান গণ-গ্রন্থাগারের যৌথ উদ্যোগে
প্রতিবছর এ বৃত্তি পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। পরীক্ষার পৃষ্ঠপোষকতা হিসেবে দায়িত্বে রয়েছেন মরহুম নুরে হোছাইন আরিফ চেয়ারম্যানের বড়ভাই লায়ন নূরে হাবিব তসলিম।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আলতাফ হোসেন বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২০২৫ সালের নুরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগে অভিভাবক মণ্ডলী শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন।
তিনি বলেন, পরীক্ষা চলাকালে এলাকার শিক্ষানুরাগী অতিথি ও আয়োজন সংশ্লিষ্টরা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় পরীক্ষার্থীদের শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা দেখে সবাই সন্তোষজনক প্রকাশ করেছেন।
মেধা বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক লায়ন নুরে হাবিব তছলিম বলেন, আমার ছোট ভাই মরহুম নুরে হোছাইন আরিফ চেয়ারম্যান জীবদ্দশায় ২০১২ সালে নিজের অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে এই বৃত্তি পরীক্ষা সুচনা করেছেন। এরপর গেল ১২ বছর ধরে বদরখালীতে এ বৃত্তি পরীক্ষা চালু রয়েছে।
তিনি বলেন, চলতি ২০২৫ সালের ১৬ জুলাই আমার ভাই বদরখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ ইন্তেকাল করেছেন। তাঁর স্মৃতি ধরে রাখার অভিপ্রায়ে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, বদরখালীতে শিক্ষার্থীদের মেধাবিকাশে প্রতিবছর এই মেধা বৃত্তি পরীক্ষা অব্যাহত থাকবে।
নুরে হাবিব তছলিম বলেন, এতদিন বৃত্তি পরীক্ষার কার্যক্রম শুধুমাত্র বদরখালী ইউনিয়ন ভিত্তিক বিদ্যালয় মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে হতো। আগামীবছর থেকে চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার সাত ইউনিয়নের শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হবে।