Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় নিজের বসতবাড়ির বিদ্যুৎ সংযোগ লাইন সচল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গোলাম মওলা (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত গোলম মওলা ওই এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে। তিনি তিন সন্তানের জনক। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।

নিহতের ছোটভাই গোলাম রব্বান বলেন, কয়েকদিন আগে আমাদের বাড়ির উঠানের একটি খড়ের গাদা ( কুইজ্জা) অগ্নিকান্ডে পুড়ে যায়। তারপর থেকে বাড়িতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ছিল। বৃহস্পতিবার রাতে বাড়ির বিদ্যুৎ সংযোগ লাইন সচল করার কাজ করছিলেন বড়ভাই গোলাম মওলা।
এ সময় অসতর্কতাবস্থায় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। দূর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মওলাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পূর্বে গোলাম মওলার নামাজে জানাযা মধ্য বরইতলী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, বরইতলীতে বিদ্যুতায়িত হয়ে একব্যক্তির মৃত্যুর ঘটনাটি কেউ থানায় জানায়নি। পরিবার থেকে এবিষয়ে কোন অভিযোগ না থাকলে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু করার থাকে না।

0Shares