
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা শাখার আয়োজনে চকরিয়ার প্রাণ প্রকৃতি, হারিয়ে যাওয়া চকরিয়ার সুন্দরবন, মাতামুহুরী নদীসহ বিভিন্ন পাহাড় কাটা ও প্যারাবন ধ্বংসের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪ টায় চকরিয়া পৌর শহরের অভিজাত রেস্তোরাঁ ধাঁনসিড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম মোর্শেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক সভাপতি মোছাদ্দেক ফারুকী, প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সহসভাপতি সাংবাদিক স ম ইকবাল বাহার চৌধুরী, যুগ্ম সম্পাদক কবি জসিম উদ্দিন, চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি লুৎফুল কবির, নারী নেত্রী শাহেনা আকতার।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বাপা মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক। আরও বক্তব্য দেন- ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ ইসমাঈল হোসাইন সিরাজী, দৈনিক কালবেলা চকরিয়া প্রতিনিধি মনিরুল আমিন, বাপা চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক রিদোয়ান হাফিজ, দৈনিক ভোরের সময় কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব, বাপা চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম সিকদার, যুগ্ম সম্পাদক কবি সাইফুল মোস্তফা, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, বাপার সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।




