
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী থেকে অজ্ঞাতনামা প্রায় ৩০/৩২ বছরের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর পাড়াস্থ ছড়ার পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মহাসড়কের ব্রীজের পশ্চিম পাশে ছড়ার পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সিমসহ আলমত হিসেবে পাওয়া গেছে এবং পরনে শীতের জ্যাকেট ও জিন্স প্যান্ট ছিল।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে গত ২/১ দিনের যে কোন সময় অজ্ঞাতনামা ব্যক্তিকে ছড়ার পানিতে ফেলে রেখে যায়। এদিকে লাশটি উদ্ধারকালে চকরিয়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মনির হোসেন।
উদ্ধারকালে থানা পুলিশের এসআই সোহরাব, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আজিজ, খুটাখালী ইউপির ৫ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীনসহ অনেকে উপস্থিত ছিলেন।





