
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় নানা কর্মসুচি আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ৩ জানুয়ারী (শনিবার) সকাল দশটার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলওয়ার।
ইউএনও শাহীন দেলোয়ার বলেন, সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
তিনি সমাজের অসহায়, হতদরিদ্র ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর কল্যাণ সাধনে সমাজসেবা বিভাগের কার্যক্রমকে স্বচ্ছতার মাধ্যমে নিশ্চিত করতে গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবার উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সমাজসেবা বিভাগের আওতাধীন প্রকল্পের মাধ্যমে অনাথ শিশুদের লালনপালনে সফলতা অর্জনকারী সেরা নির্বাচিত একাধিক প্রতিষ্ঠানকে (এতিমখানা) সনদপত্র দেওয়া হয়েছে।





