👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার জিদ্দাবাজার
এলাকায় গরুর মাংস বিক্রিতে ওজন ও মুল্য কারচুপির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
রোববার (৪ জানুয়ারি) বিকালে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
এসময় চকরিয়া থানা পুলিশের একটি টিম, আদালতের পেশকার এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব। তিনি বলেন, চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় গরুর মাংস বিক্রিতে ওজনে কারচুপির অভিযোগ পেয়ে রোববার বিকালে সেখানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় একজন ক্রেতাকে মাংস বিক্রিকালে ওজন ও মূল্য নিয়ে কারচুপি করার ঘটনা হাতেনাতে ধরা পড়ে।
এ অবস্থায় তাৎক্ষণিকভাবে উক্ত অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১০ ধারা মোতাবেক মো: আব্দুস শুক্কুর নামের একজন মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।