Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ১০ মাসের সাজাপ্রাপ্ত সিআর মামলার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

রবিবার (৪ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী মোজাফফর আহাম্মদকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত  মোজাফফর আহাম্মদ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামের উজির আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে বিশেষ অভিযান চালিয়ে মধ্যম নাপিতখালী 
এলাকা থেকে আসামি মোজাফফর আহাম্মদকে গ্রেপ্তার করা হয়। 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি মোজাফফর আহাম্মদকে বিজ্ঞ আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0Shares