Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হতদরিদ্র বিধবা নারীর বসতঘর

কক্সবাজারের চকরিয়ায় চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি হতদরিদ্র বিধবা নারীর বসতঘর। রোববার (০৪ ডিসেম্বর) রাত দশটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়েনের ৯নং ওয়ার্ডের কোরালখালী এলাকার পূর্বপাড়া গ্রামের গোলাপ জান নামের এক বিধবা নারীর বাড়িতে ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। তিনি বলেন, রোববার রাতে চুলাতে রান্না শেষ করে গোপাল জান। ভুলবসত তিনি চুলার আগুন নিভাতে ভুলে যান।
পরবর্তীতে চুলার আগুন থেকে সারা বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পুরো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, গোপাল জান বিধবা মহিলা। স্বামী মারা গেছে অনেক বছর হয়ে গেছে। নিজে কষ্টের উর্পাজনে সংসার চলে।
গোলাপ জানের বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনাটি সোমবার সকালে সাহারবিল ইউনিয়ন পরিষদের পক্ষথেকে স্থানীয় ইউপি মেম্বার জামাল উদ্দিন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ( ইউএনও) জানিয়েছেন।

0Shares