Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় বাড়ি থেকে তিনমাস আগে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের একটি বাড়ি থেকে তিনমাস আগে চুরি হওয়া একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
চুরির ঘটনায় চকরিয়া থানায় অভিযোগ দেয়ার পর মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে এসআই আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জনৈক রায়হান উদ্দিনের বাড়ী থেকে উদ্ধার করে।

মোটর সাইকেলের মালিক দাবীদার খুটাখালী ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের ছাবের আহমদের ছেলে গিয়াস উদ্দিন জানান, গাড়িটি আমার ছোটভাই সালাহউদ্দিনের নামে কাগজপত্র। তিনি (সালাহ উদ্দিন) দেশের বাইরে থাকেন। দেশে আসলে ওই মোটর সাইকেল তিনি ব্যবহার করেন। আমাদের বাড়ী পাহাড়ি এলাকায় হওয়ায় মোটর সাইকেলটি পাশের প্রতিবেশি শহীদুল ইসলামের বাড়ীতে রাখা হয়। সেখান থেকে তিনমাস আগে মোটর সাইকেলটি চুরি হয়ে যায়।

গিয়াস উদ্দিন জানান, সোমবার ৫ জানুয়ারি আমার ভাইয়ের চুরি হওয়া মোটর সাইকেলের সন্ধান পেয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে চকরিয়া থানার এস আই আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে খুটাখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নুরুল আজিমের ছেলে রায়হান উদ্দিনের বাড়ী থেকে গাড়িটি উদ্ধার করেছে।

গিয়াসউদ্দিন অভিযোগ করে বলেন, তিনমাস পর মোটর সাইকেলটি উদ্ধারের পর চোরের বিরুদ্ধে মামলা হওয়ার কথা। কিন্তু পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে মামলা হবে না, চোর রক্ষা পেয়ে যাবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মোটর সাইকেলটি উদ্ধার করেছে। এখন এই মোটর সাইকেলের মালিকানা দাবী করছে দুইজন।
এ অবস্থায় কাগজপত্র যে পক্ষের সঠিক হবে তাঁকে আইনী প্রক্রিয়ায় মোটর সাইকেলটি হস্তান্তর করা হবে। দুপক্ষের বক্তব্য নেয়ার পর ঘটনাটি সত্যিকারের চুরির বিষয় হলে জড়িত চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares