
টানা আটদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন চকরিয়া উপজেলার কর্মরত সাংবাদিক এসএম হান্নান শাহ। পরিবার জানিয়েছে, তাঁর শাররীক অবস্থা খুবই আশঙ্কাজনক। আর্থিক দৈন্যদশার কারণে ব্যহৃত হচ্ছে তাঁর চিকিৎসা সেবা। এমন পরিস্থিতিতে তাঁর উন্নত চিকিৎসা দরকার। সেইজন্য হৃদয়বান মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন পরিবার।
এরইমধ্যে সাংবাদিক হান্নান শাহ’র চিকিৎসার জন্য সবার আগে হৃদয়বান মানবিক মানুষের কাতারে সামিল হয়েছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ জয়নাল আবেদিন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসকক্ষে টিএইচও ডাঃ জায়নুল আবেদিন গুরুতর অসুস্থ সাংবাদিক এসএম হান্নান শাহ এর চিকিৎসার জন্য তার স্ত্রী ও কন্যার হাতে নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, সাংবাদিক এম.মনছুর আলম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলামসহ প্রমুখ।
সাংবাদিক হান্নান শাহ এর স্ত্রী জানান, আমার স্বামী সাংবাদিক হান্নান শাহ বেশ কিছুদিন ধরে বেশ কিছু জটিল রোগে ভুগছিলো। আর্থিক দুরবস্থার কারণে ভালো মতো চিকিৎসা করা হয়নি। কয়েকদিন থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। এমন অবস্থায় গত কয়েকদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, কিন্তু শারীরিক কোন উন্নতি না হওয়ায় গতকাল সোমবার থেকে আইসিইউতে নেয়া হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এমন অবস্থায় আর্থিক সাহায্যের খুব প্রয়োজন। মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জায়নুল আবেদিন উনার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছেন।
তিনি সাংবাদিক হান্নান শাহ এর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আমার স্বামীর জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি যেন সুস্থ হয়ে আগের মতো মানুষের কল্যাণে কাজ করতে পারেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন বলেন, হান্নান শাহ খুব মানবিক একজন সংবাদকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার অসুস্থতার খবর পেয়ে পরিবারকে ডেকেছি। তার খোঁজখবর নিয়েছি। আমার ব্যক্তিগত পক্ষ যতটুকু পারি সহায়তা করেছি। আমি সমাজের দানশীল ও মানবিক গুণাবলির অধিকারী সবাইকে সাংবাদিক এসএম হান্নান শাহ এর পাশে দাড়াঁনোর আহবান জানাচ্ছি।





