
কক্সবাজারের শিল্পনগরী ইসলামপুরে লবণ কারখানার মেশিনের ভেতর আটকে রাশেদ আবদুল্লাহ ছোটন(২০) নামে এক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রাশেদ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সেম্পলবাগান এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে ঘটে এ দূর্ঘটনা। আহত ওই কিশোরকে প্রথমে মালুমঘাট ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঐ কারখানাটির মাঝি মোস্তক আহমদ
জানান, মিলে কাচাঁ লবণ রিসাইকেলিং করা হয়। কারখানাটিতে প্রায় ১শ জনের মত শ্রমিক কাজ করে। এদিন বিকেলে কারখানার ভেতরেই মেশিনের বেল্টে পা আটকে গেছে রাশেদের। এসময় তার ডান পা গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়।
হাসপাতাল থেকে রাশেদের পিতা মোহাম্মদ ইসলাম জানান, তার ২ ছেলে ২ কন্যা। রাশেদ লবণ কারখানায় কাজ করত। লবণ মিলে পা গোড়ালি বিচ্ছিন্ন হলেও পরে হাসপাতালে হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে মালিকপক্ষ আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তিনি ছেলের জন্য সকলের দোয়া কামনা করেন।
ইসলামপুর মিল মালিক সমিতির সাধারন সম্পাদক মনজুর আলম দাদা ঘটনার সত্যতা নিশ্চিত করে তাকে প্রাথমিকভাবে সহযোগিতা করা হয়েছে বলে জানান।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার এ জাতীয় ঘটনা কেহ বলেনি এরপরও খোঁজ নেয়া হবে বলে জানিয়েছেন।




