👤 সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
বাথরুমের ভেন্টিলেটর কেটে বসতঘরে প্রবেশ করে স্বর্ণ, নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। এসময় ডাকাতদল বাড়ির নারী-পুরুষ সবাইকে একরুমে আটকে রেখে সটকে পড়েন। দীর্ঘক্ষণ পর দরজার হুক ভেঙ্গে পরিবারের সবাই বাহিরে আসেন। তৎক্ষনে ডাকাত দল তাড়াহুড়া করে চলে যাওয়ায় রেখে গেছেন ছিনিয়ে নেয়া ২/৩ টি মোবাইল ফোন।
৯ জানুয়ারী (শুক্রবার) ভোররাতে এমনতর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ফুলছড়ি দরগাপাড়া গ্রামের মৃত নুর সোলতানের পুত্র লন্ডন প্রবাসী নুরুল আজিমের বাড়িতে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধিন বলে জানা গেছে।
অভিযোগে জানা গেছে, শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল বর্নিত এলাকার নুর সোলতানের বাড়িতে হানা দেয়। ৫/৬ জনের ডাকাতদল প্রথমে তারা বাথরুমের ভেন্টিলেটর কেটে ভিতরে প্রবেশ করে সদর দরজা খুলে দেয়। এসময় বাড়িতে নুর সোলতানের স্ত্রীসহ ৫ জন নারী ও ২ পুত্র ছিল। ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এক রুমে আটকে রেখে। একপর্যায়ে সব আলমিরা খুলে ২০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এসময় তারা বাড়ির সকলের মোবাইল ফোন ছিনিয়ে নিলেও চলে যাওয়ায় সময় রেখে গেছে।
নুর সোলতান পুত্র আবদু শুক্কুর জানায়, তিনি কক্সবাজার শহরে থাকেন। গত রাতে বাড়িতে আসেন। কিছু বুঝে উঠার আগেই ডাকাতদল তার রুমে ডুকে অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে একটি কক্ষে আটকে রাখে। পরে সকল রুমে তল্লাশি চালিয়ে নগদ টাকা, স্বর্ণসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে তবে, রেখে গেছে ডাকাতি কাজে ব্যবহৃত লোহার হন্দা ও ছিনিয়ে নেয়া মোবাইল ফোন।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। এটি সম্পুর্ণ পরিকল্পিত ডাকাতি।