Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছুট্টু গ্রেফতার

নিজের ফেসবুক পেইজে সবার আগে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের মৃত্যুর সংবাদ ও শোক জানানো এবং কমবেশি মানুষের নামাজে জানাজায় উপস্থিত হতেন কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট। এলাকায় তিনি সজ্জন ও একজন ধার্মিক মানুষ হিসেবে সবার কাছে পরিচিত বটে।

সেই সজ্জন মানুষ মকছুদুল হক ছুট্টুকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ এরিয়া থেকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি টিম।

মকছুদুল হক ছুট্টু চকরিয়া উপজেলার আওতাধীন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯-২০২৪ মেয়াদে চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ছিলেন।

চকরিয়া থানার অপারেশন অফিসার (সেকেন্ড অফিসার) এসআই ফরিদ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মকছুদুল হক ছুট্টু সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশ অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলো। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌরসভার মগবাজার এলাকা থেকে মকছুদুল হক ছুট্টুকে গ্রেফতার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, মকছুদুল হক ছুট্টু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বৃহস্পতিবার বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।

0Shares