
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন মহলে সুপরিচিত কর্মরত সাংবাদিক ও দৈনিক সকালের সময় পত্রিকার চকরিয়া উপজেলা প্রতিনিধি এস.এম হান্নান শাহ (৪৮) অকালে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গুরুতর অসুস্থ হওয়ায় তিনি দীর্ঘ ১৫ দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১০ জানুয়ারি) সকাল নয়টায় তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও স্কুল পড়ুয়া এক ছেলে, এক মেয়ে সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক এসএম হান্নান শাহ’র মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মীরা জানিয়েছে, এস.এম হান্নান শাহ চকরিয়া জনপদে সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, মানবিক সংগঠনে জড়িত ছিলেন। তিনি সবসময় ইতিবাচক সংবাদ পরিবেশন করে পাঠক মহলে আস্থা অর্জন করেন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তিনি সাধারণ মানুষের অধিকার ও বঞ্চনার কথা তুলে ধরতে তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়।
পেশাগত জীবনে তিনি ছিলেন নিরহঙ্কার, সহনশীল ও সহকর্মীবান্ধব। নবীন সাংবাদিকদের জন্য তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ পথপ্রদর্শক। তাঁর লেখনী ও আচরণে সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটত বলে সহকর্মীরা মন্তব্য করেছেন।
এদিকে সাংবাদিক এসএম হান্নান শাহ’র অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চকরিয়া প্রেসক্লাব, চকরিয়া উপজেলা প্রেসক্লাব, চকরিয়া রিপোর্টাস ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটি, চকরিয়া প্রেস ইউনিটি এবং কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।
সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এস.এম হান্নান শাহ ছিলেন চকরিয়া জনপদে একজন সৎ, আদর্শ ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবার সুত্রে জানা গেছে, শনিবার রাত আটটা (এশার নামাজের পর) চকরিয়া পৌরসভার বাটাখালী জামে মসজিদ মাঠে মরহুম সাংবাদিক এসএম হান্নান শাহ’র নামাজে জানাজা শেষে তাঁকে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।





