👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শহীদ ওয়াসিম আকরামের স্মরণে আয়োজিত গ্রাফিতি উন্মোচন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ ওয়াসিম স্মরণে গ্রাফিতি উন্মোচন করেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।
এসময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম
ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন এবং প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জানা গেছে, পেকুয়া উপজেলা মিলনায়তনে শহীদ ওয়াসিম আকরামের গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানের আগে পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি শহীদের স্মৃতি ও আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখতে এই উদ্যোগকে ‘শহীদের প্রতি সম্মান ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ’ হিসেবে অভিহিত করেন।
একইদিন বিকালে পুলিশ সুপার জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে পৌঁছে শহীদ আহসান হাবিব এঁর কবর জিয়ারতে অংশগ্রহণ করেন এবং তাঁর পরিবারের প্রতিও গভীর সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় তিনি শহীদ আহসান হাবিবের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন পুলিশ সুপার।