
কক্সবাজারের চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের জমিদাতা ও টানা দশবার নির্বাচিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী মাস্টার সিরাজ আহমদের নামাজে জানাজা সোমবার (১২ জানুয়ারি) দুপুর দুইটায় উপজেলা পরিষদ লাগোয়া মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত নামাজে জানাজায় মরহুমের পরিবার সদস্য, আত্মীয় স্বজন, এলাকাবাসী সাধারণ জনগণের পাশাপাশি এককাতারে দাড়িয়ে জানাজার নামাজ আদায় করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মী।
আগেরদিন রোববার রাত সাড়ে সাতটার দিকে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় নিজবাড়িতে ইন্তেকাল করেন চকরিয়া পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরীর বাবা মাস্টার সিরাজ আহমদ।
সোমবার দুপুরে মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাজায় উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া পেকুয়া (কক্সবাজার-১) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তাঁর সাথে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির চৌধুর, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সহ উপজেলা ও পৌর বিএনপির অসংখ্য নেতাকর্মী।
একইভাবে নামাজে জানাজায় অংশ নেন চকরিয়া পেকুয়া (কক্সবাজার-১) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত নেতা হেদায়ত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা মোজাম্মেল হক সহ জামায়াতের অসংখ্য নেতৃবৃন্দ।
অনুরূপভাবে নামাজে জানাজায় উপস্থিত হন জাতীয় পার্টির (মঞ্জু) কেন্দ্রীয় নেতা চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ।
এছাড়াও মরহুম মাস্টার সিরাজ উদ্দিন আহমেদের নামাজে জানাজায় তাঁর ছেলে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র আলমগীর চৌধুরী সহ দলীয় অসংখ্য নেতাকর্মী অংশ নিয়েছেন।
এছাড়াও নামাজে জানাজায় অংশ নিয়েছেন চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, সাবেক অধ্যক্ষ আবু তাহের চৌধুরী, চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, সিটি কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান আরিফসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানাজায় অংশ নেয়া অংশ নেওয়া অনেকে বলেন, মরহুম সিরাজ আহমদের নামাজে জানাজায় সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে এককাতারে দাড়িয়ে নামাজ পড়েছেন। এধরণের সৌহার্দপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছে, চকরিয়া উপজেলার রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। আমরা চাই, আগামী দিনেও রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে এধরণের সম্প্রীতি সৌহার্দপূর্ণ পরিবেশ অব্যাহত থাকুক। আমরা সাধারণ জনগণ মনে করি, এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। রাজনৈতিক শিষ্টাচারও বটে।





