👤 ডেস্ক রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত প্রার্থী আব্দুল কাদের প্রাইম।
বুধবার (১৪ জানুয়ারি) বিকালে চকরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
আব্দুল কাদের প্রাইম বলেন, গণঅধিকারের প্রার্থী হিসেবে ২৯ ডিসেম্বর আমি চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা বরবার মনোনয়ন দাখিল করি এবং ২ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য বজায় রেখে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের আসন সমঝোতা হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও দলের সভাপতি নুরুল হক নুরের নির্দেশে আমি প্রার্থিতা প্রত্যাহার করে এই আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।
এই সিদ্ধান্ত কোনো দুর্বলতা নয় উল্লেখ করে আব্দুল কাদের প্রাইম বলেন, এটি দায়িত্বশীলতা, রাজনৈতিক পরিপক্কতা এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রতি আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।