👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে জামায়াতে ইসলামী তথা ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এতদাঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় উদারমনা প্রখ্যাত হানাফী আলেম খতীবে আযম মাওলানা ছিদ্দীক আহমাদ এর কবর জিয়ারতের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি প্রথমে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নিজগ্রামে সদ্য প্রয়াত বাবা নুরুল কবিরের কবর জিয়ারত করেন। এরপর তিনি সকাল সাড়ে ১০টায় আলেম ওলামাদের সঙ্গে নিয়ে খতিবে আজম মাওলানা ছিদ্দিক আহমদের কবর জিয়ারত করেন।
পরে দুপুর বারোটায় চকরিয়া পৌরসভার ফুলতলা জামে মসজিদ সংলগ্ন শহীদ খায়রুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন। এছাড়াও তিনি চকরিয়া পৌরশহরের শহীদ ফোরকানের কবর জিয়ারত করেন।
একইদিন বিকালে তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে প্রথম নির্বাচনী গণমিছিল পরবর্তী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
এসময় আব্দুল্লাহ আল ফারুক বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়া আমার সবচেয়ে বড় শক্তি। ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে চকরিয়া পেকুয়াবাসির অকুণ্ঠ সমর্থনে ইনশাআল্লাহ বিজয়ী হলে ইসলাম, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমি শেষ পর্যন্ত অটল থাকবো ইনশাআল্লাহ।”
তিনি বলেন“রাজনৈতিক প্রতিহিংসামুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক চকরিয়া–পেকুয়া গড়তে সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করছি।”
তিনি পুরোনো বন্দোবস্ত থেকে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবার প্রতি আহবান জানিয়ে বলেন, সম্মানিত চকরিয়া পেকুয়াবাসির নতুন স্লোগান হোক সবদেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার।
কবর জেয়ারত, গণমিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌর জামায়াতের আমীর আরিফুল কবির, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারসহ স্থানীয় বিশিষ্ট আলেমেদ্বীন, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
বৃহস্পতিবার বিকালে আব্দুল্লাহ আল ফারুক তথা দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রাতে ফাসিয়াখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয় নির্বাচনী পথসভা। সেখানে আবদুল্লাহ আল ফারুক বলেন, দেশের কল্যাণ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। বঞ্চিত চকরিয়া পেকুয়াবাসির জন্য কাজ করার সুযোগ দিতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।