
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের গ্রামগঞ্জে ধানের শীষ মার্কার সমর্থনে আনুষ্ঠানিক প্রচারনা ও গণসংযোগ শুরু করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রিটার্নিং কর্মকর্তা কতৃক প্রতীক বরাদ্দ পেয়ে
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপকূলীয় অঞ্চলের মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করেন তিনি। প্রচারের শুরুতে সালাহউদ্দিন আহমদ সবার কাছে দোয়া চান। তিনি বলেন, এই এলাকায় (কোনাখালী) আমি সব সময় ফাস্ট হই। কিন্তু এবার এমনভাবে ফাস্ট করতে হবে, এই রেকর্ড যেন কেউ ভাঙতে না পারেন। সেইজন্য আজ সেই কোনাখালী দিয়ে আমার নির্বাচনি প্রচারণা শুরু করলাম।
পরে তিনি কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া, সিকদারপাড়ায় গণসংযোগ করেন।
তিনি কোনাখালী কুলসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোনাখালী হেদায়েতুল উলুম মাদ্রাসার মাঠে জনগণের কাছে ধানের শীষে ভোট চান এবং তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
পরে তিনি বিএমচর ও পুর্ববড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতি এবং নির্বাচনী গণসংযোগকে ঘিরে নির্বাচনী এলাকায় সৃষ্টি হয়েছে জনস্রোত। তিনি যেখানে যাচ্ছেন, সেখানেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।
গণসংযোগকালে সালাহউদ্দিন আহমদ নির্বাচনী এলাকার প্রবীণ মুরুব্বি, সমাজসেবক, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন। এ সময় জনগণের কাছ থেকে দীর্ঘদিনের বঞ্চনা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নসহ বিভিন্ন সমস্যার বিষয় উঠে আসে। এলাকার মানুষের অভিমত, শ্রেনীপেশার মানুষের অধিকার পুনরুদ্ধার এবং চকরিয়া পেকুয়া উপজেলার প্রতিটি এলাকায় উন্নয়ন তরান্বিত করতে হলে সালাহউদ্দিন আহমদের বিকল্প নেই।
গণসংযোগকালে জনগণের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অতীতেও আমি আপনাদের পাশে ছিলাম, সত্য, ন্যায় ও উন্নয়নের পক্ষে ছিলাম।
ইনশাআল্লাহ আগামীতেও চকরিয়া পেকুয়াবাসির পাশে আছি এবং থাকবো।
একজন খাদেম হিসেবে কাজ করা, মানুষের পাশে থাকা আমার রাজনৈতিক অঙ্গীকার। তাই আপনাদের সন্তান, ভাই ভাতিজা, আপনজন হিসেবে আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের জন্য, চকরিয়া পেকুয়াবাসির জন্য কাজ করার সুযোগ দেবেন বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আমি সবার কাছে দোয়া চাই।
দলীয় সুত্রে জানা গেছে, আগেরদিন ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারনার প্রথমদিনে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন সালাহউদ্দিন আহমদ। পর্যায়ক্রমে চকরিয়া-পেকুয়া উপজেলা এবং মাতামুহুরী সাংগঠনিক উপজেলা, চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় গনসংযোগের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেবেন সালাহউদ্দিন আহমেদ।





