👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া থানার সামনে একটি ব্যাটারী চালিত অটোরিকশা গাড়িতে করে এসে হঠাৎ করে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে ছয়জন কিশোর। এসময় থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় পেছন থেকে ধাওয়া করে গাড়ি থেকেছয় কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সাড়ে চারটার দিকে চকরিয়া উপজেলা পরিষদ সড়কে থানার সামনে এমন ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
আটককৃত কিশোররা হলেন- মো. মারুফ (২০) মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮), রাফি (১৬)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে হঠাৎ করে ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ে কয়েকজন কিশোর থানার সামনে জয় বাংলা স্লোগান দিয়ে উঠলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা জয় বাংলা স্লোগান দিতে নিষেধ করলেও তারা তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন খবর পেয়ে সেই নিজে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ৬ কিশোরকে আটক করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান- অটোরিকশা নিয়ে ছদ্মবেশে কয়েকজন কিশোর জয়বাংলা স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। তাৎক্ষণিক খবর পেয়ে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয় কিশোরকে আটক করছি।
তিনি বলেন- যাচাই বাছাইয়ের পর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।