Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় কম্পিউটার দোকান থেকে ইউএনও মেয়র ও ইউপি চেয়ারম্যানের নামীয় ২০টি নকল সীল জব্দ

চকরিয়া উপজেলা ভুমি অফিসের সামনের মার্কেটে জাল কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত একটি জালিয়াত চক্রের সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সেলিম কম্পিউটার নামের একটি দোকানে অভিযান চালিয়ে আদালত ইউএনও, পৌরসভার মেয়র এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামীয় অন্তত ২০টি নকল সীল ও ভুয়া কাগজপত্র জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে চকরিয়া উপজেলা ভুমি অফিসের সামনে ওই কম্পিউটার দোকানে অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব।

অভিযুক্ত সেলিম কম্পিউটার দোকান মালিকের নাম মোহাম্মদ হোছাইন। তিনি উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী এলাকার গোলাম কাদেরের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব। তিনি বলেন, ভুমি অফিসের সামনে সেলিম কম্পিউটার নামের একটি দোকান থেকে জমির খতিয়ান সৃজনসহ ভুয়া কাগজপত্র তৈরী করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই কম্পিউটার দোকান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও), পৌরসভার (প্রশাসক) মেয়র এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামীয় প্রায় ২০টি ভুয়া সীল, নকল সাক্ষরসহ ডুপ্লিকেট ডকুমেন্টস জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এবিষয়ে অভিযুক্তদের তলব করা হয়েছে। তাঁরা উপস্থিত হলে অর্থদণ্ড দেওয়া হবে। যদি উপস্থিত না হন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares