👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার-০১ (চকরিয়া পেকুয়া) আসনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করণের অংশ হিসেবে পেকুয়া উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে প্রশাসনের ব্রিফিং” অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে পেকুয়া সদরের সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোঃ আঃ মান্নান।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আজিজ।
অনুষ্ঠিত ব্রিফিং অনুষ্ঠানে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারীদের দায়িত্ববণ্টন এবং কার্যপ্রণালী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
ব্রিফিং অনুষ্ঠান শেষে বিকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে পেকুয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এসময় গণভোট ও সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বিভিন্নস্থরের জনসাধারণ এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।