কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের সবুজপাড়া এলাকায় পাহাড় ধসে বসতঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো মোছাম্মৎ তাবাচ্ছুম (১) ও মোহাম্মদ সাবিদ (৫)। তারা বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকার নাজিম উদ্দিন ও হুমায়রা আকতার দম্পতির সন্তান।
সোমবার রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, নাজিম উদ্দিনের বাড়িটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। দীর্ঘ ৭-৮ বছর ধরে মাটির ঘর তৈরি করে সেখানে বসবাস করে আসছিলেন নাজিম। আজ সোমবার বিকেলে বাড়িতে ঘুমাচ্ছিল তাঁর দুই শিশু। নাজিম উদ্দিন ও তাঁর স্ত্রী হুমায়রা আকতার বাড়ির উঠানে কাজ করছিলেন। এমন সময় বাড়ির ওপরে পাহাড় ধসে পড়লে বসতঘরের মাটির দেওয়াল তাদের ওপর চাপা পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মারা যায় দুই শিশু। পরে স্থানীয় লোকজন মাটি কেটে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, শিশু দুটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।