Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে ১৩ গ্রাম প্লাবিত

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে অন্তত ১৩টি গ্্রাম প্লাবিত হয়েছে। সোমবার ভোরে মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে পূর্ব মেহেরনামার বেড়িবাঁধটি ভেঙে গেছে। বন্যাকবলিত এলাকার লোকজন আশ্রয়কেন্দ্র, উঁচু স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়ি-ঘরে আশ্রয় নিয়েছে। গবাদি পশু নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।

সরেজমিনে দেখা যায়, পূর্ব মেহেরনামার বেড়িবাঁধ ভেঙে শিলখালী ইউনিয়নের হাজিরঘোনা, হেদায়েতাবাদ, কাছারীমোড়া, মুন্সিমোড়া, সাঁকোরপাড়, পেকুয়া সদর ইউনিয়নের বলিরপাড়া, মোরারপাড়া, সৈকতপাড়া, বাজারপাড়া, নন্দীরপাড়া, আলেগ্যাকাটা, চড়াপাড়া ও চৈরভাঙা এলাকা প্লাবিত হয়ে লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা শুকনো খাবার বিতরণ করেছেন। প্লাবিত এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হচ্ছে। মানুষ সড়কের ওপর উঁচু স্থানে গবাদি পশু বেঁধে রেখেছে। স্থানীয় লোকজন নৌকা নিয়ে চলাফেরা করছে। পেকুয়া সদরের পূর্ব মেহেরনামার তিনটি সড়ক ও শিলখালী ইউনিয়নের দুটি সড়ক বন্যার পানিতে ডুবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, পূর্ব মেহেরনামা এলাকার অন্তত দেড়শত ফুট বেড়িবাঁধ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পেকুয়ার বেশির ভাগ এলাকা প্লাবিত হতে পারে। প্লাবিত এলাকার লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেয়া হচ্ছে।

0Shares