Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কক্সবাজারের পেকুয়ায় আলী হোসেন (৫৭) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় লোকজন বলেন, আলী হোসেন পেকুয়া সদরের সিকদার পাড়া এলাকার একটি দোকান ভাড়া নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দেন। তিনি ব্যাটারি চার্জের দোকানটির মালিক। আজ তিনটার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশার চার্জের প্লাগ বের করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তাঁর মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বিদ্যুৎস্পৃষ্টে আলী হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন এবং লাশ পরিবারের কাছে হস্তান্তরের কথা জানান।

0Shares