Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া-পেকুয়ায় বন্যাদুর্গতের ঘরে ঘরে ত্রান নিয়ে ছুটছেন ড. আশরাফুল ইসলাম সজীব

কক্সবাজারের চকরিয়া-পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার বিতরণ করছেন ড. আশরাফুল ইসলাম সজীব। টানা পাঁচ দিন ধরে পেকুয়া-চকরিয়ায় প্রায় ত্রিশ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে শুকনো খাবার বিতরণ করছেন এই মানবিক নেতা।


বন্যার পানি নেমে গেলেও থেমে থাকেননি তিনি। এখনও বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় নিজ তহবিল থেকে ত্রান বিতরণ অব্যাহত রেখেছেন ড. সজিব। শুধু বন্যায় নয়, চকরিয়া-পেকুয়ার অসহায় আ’লীগের নেতা-কর্মীদের খোঁজ খবর নিয়ে নানাভাবে অর্থিক সাহায্য-সহযোগিতা করে গেছেন তিনি।

ড. আশরাফুল ইসলাম সজীব বলেন, বেড়িবাঁধ ভেঙে ও পাহাড়ি ঢল ঢুকে চকরিয়া-পেকুয়ার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ঘর-বাড়ি প্লাবিত হয়ে পানিবন্দি অবস্থায় ছিলো অন্তত সাড়ে চার লাখের বেশি মানুষ। আস্তে আস্তে পানি কমে গেছে। তবে এখনও অনেকেই ঘরের চুলায় আগুন দিতে পারেননি। পেকুয়ার অধিকাংশ মানুষ সড়কে পলিথিন দিয়ে টংঘর বানিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাঁদের সকল পরিবারের মাঝে ইতিমধ্যে শুকনো খাবার বিতরণ করেছি। আমার সহযোগিতা সবসময় সাধারণ মানুষের জন্য অব্যাহত থাকবে। যে কোন বিপদে আমি আপনাদের পাশে আছি, থাকবো।

ত্রান বিতরণ কালে বন্যার্তদের কাছ থেকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে বলেন, আপনারা সকলেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। যেদিন চকরিয়া, মাতামুহুরী, পেকুয়ার জনগনকে অন্যায়-অবিচার জুলুম থেকে উদ্ধার করতে পারব। সেই দিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকৃতপক্ষে অনুভব করাতে পারবো।সেদিন আমিও সবার ধন্যবাদ মাথা পেতে নেব।আমি সুন্দর রাজনীতিতে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, নৌকা বিজয়ী হলে দেশের মানুষ বিজয়ী হয়ে যায়। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকরিয়া-পেকুয়া আসনে একজন ভাল ও যোগ্য মানুষকে নৌকার মনোয়ন দিবেন। প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে ড. সজিব বলেন , দোয়া করবেন প্রধানমন্ত্রী যাতে আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন এবং এ দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে পারেন।

0Shares