Search
Close this search box.
Search
Close this search box.

নির্মানাধীন একটি বসতঘর গুড়িয়ে দিয়েছে বনবিভাগ

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনে অবৈধভাবে একটি বসতঘর নির্মাণকালে অভিযান চালিয়ে তা উচ্ছেদ করে দিয়েছে বনবিভাগ। কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়ার ফাঁসিয়াখালী রেঞ্জের সদর বনবিটের অধীন সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে বসতঘর নির্মাণ করছে একটি ভূমিদস্যু চক্র। বিষয়টি বনবিভাগের নজরে আসার পর আজ বুধবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জের দক্ষিণ ছাইরাখালী ছিরাপাহাড় এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বনবিভাগ। এ সময় বন বিভাগের লোকজন অবৈধভাবে নির্মিত বসতঘরটি উচ্ছেদ করে দেয়।

ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে স্থানীয় বনবিট কর্মকর্তা, রেঞ্জ অফিস ও বনবিটে কর্মরত ফরেস্ট গার্ড, হেডম্যান এবং বেশকিছু ভিলেজার এ উচ্ছেদ অভিযানে অংশ নেন।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, দক্ষিণ ছাইরাখালী ছিরাপাহাড় নামক এলাকায় সংরক্ষিত বনে অবৈধভাবে বসতঘর নির্মানের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বনবিভাগের লোকজন দিয়ে নির্মাণাধীন বসতঘরটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বসতঘরটি নির্মাণ করেছিল ওই এলাকার জাফর আলমের ছেলে নাসির উদ্দিন। উচ্ছেদ অভিযানের সময় তিনি কোন বাঁধা দেননি। তবে উচ্ছেদ অভিযান শেষে ভবিষ্যতে এমন কাজ আর করবেনা মর্মে নাসির উদ্দিনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। পুনরায় যদি নাসির উদ্দিন এমন কাজে লিপ্ত হয় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে।

0Shares