Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় যুব উন্নয়নের টেকাব ২য় পর্যায়ের প্রশিক্ষণ শুরু হচ্ছে ৩ সেপ্টেম্বর

কক্সবাজারের পেকুয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদি কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু হচ্ছে ৩ সেপ্টেম্বর থেকে।

গত ১ আগস্ট প্রশিক্ষণ উপলক্ষ্যে বেকার যুবক ও নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে পেকুয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। গত ২২ আগস্ট পর্যন্ত পেকুয়ার বেকার যুবক ও নারীরা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবরে দরখাস্ত জমা দেন। ২৩ আগস্ট সকালে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। সাক্ষাতকারে প্রশিক্ষণের জন্য বেকার ২০ জন নারী ও ২০ জন পুরুষকে নির্বাচিত করা হয়।

পেকুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল হক বলেন, টেকাব ২য় পর্যায়ের প্রশিক্ষণের সব রকমের প্রস্তুতি শেষ করা হয়। আগামী ৩ সেপ্টেম্বর থেকে প্রতি কার্যদিবসে আইসিটি ভ্যানে চার শিফ্টে দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

0Shares