জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির মধ্যে ২৬ আগস্ট বিকেল চারটায় শহরের প্রধান সড়কে বিশাল শোক র্যালি করার দিন ধার্য করা হয়েছিল।
২৫ আগস্ট সন্ধ্যা ৭টায় কলাতলীর এক অভিজাত স্থানে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের পরিচালনায় এক জরুরি সভায় বৈরী আবহাওয়ার কারণে পূর্ব নির্ধারিত শোক র্যালি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জরুরি সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, কোষাধ্যক্ষ কাসেম আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী, পৌর আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহদপ্তর সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগ নেতা মোঃ বেলাল,সাগর পাল,হেলাল উদ্দিন সিকদার,আবুল কালামসহ আরও অনেকে।