Search
Close this search box.
Search
Close this search box.

নবজাতক

হে নবজাতক,
​ তোমার আগমনে আলোকিত ভুবন
​​ খুশিতে ঝলমল করে উচ্ছ্বসিত হলো
সবার মন প্রাণ।

​​তোমার আলোয় আলোকিত ভুবন।
​​তোমার কান্নার শব্দে খুশির জোয়ার
​​​মায়ের মনে।
​​​
হে নবজাতক,
তোমার আগমনে
​​ আনন্দে উল্লাসিত স্বজনের প্রাণ।

​​হে নবজাতক,
​​ তোমার আগমনে
আনন্দে মূখরিত প্রকৃতি
আর তোমার চারিপাশ।
এই ভুবন তোমার বাসযোগ্য
আনন্দঘন কোলাহল মুক্ত প্রকৃতি
তোমার বসবাস।

0Shares