কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়ার আবু ছৈয়দ হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন আফজালিয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে নেজামুল ইসলাম (২৮), একই এলাকার মৃত নুরুন্নবীর দুই ছেলে আমিরুজ্জামান (২৮) ও জামিল ইব্রাহিম (২৫)।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তিনজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।
আরও পড়ুন
পেকুয়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা, আটক ২
সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘গত ১০ অক্টোবর বিকেলে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আবু ছৈয়দকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় হত্যাকারীরা তার একটি পায়ের নিচের অংশ কেটে নিয়ে পুকুরে ফেলে দেন। এ ঘটনায় ১১ অক্টোবর নিহতের ছেলে ছৈয়দ মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি সর্ম্পকে অবগত হওয়া মাত্রই র্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর ফলে মামলার অন্যতম আসামি নেজামুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।’
পেকুয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, র্যাব গ্রেপ্তার তিনজনকে পেকুয়া থানায় হস্তান্তর করেছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।