Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় মাছের ঘের থেকে সন্তানের মরদেহ কুড়িয়ে তুললেন মা

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালি বাজার এলাকায় আজ রোববার বেলা সাড়ে ১১টায় মাছের ঘেরে ডুবে এক শিশু মারা গেছে।

নিহত শিশু মো. সাজিদ (৫) পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালী এলাকার খলিলুর রহমানের ছেলে।

আরও পড়ুন
পেকুয়ার টৈটংয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, দাফন সম্পন্ন

উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আবু তৈয়ব বলেন, এক মাস আগে শিশু মো. সাজিদ তার মা পাখি আকতারের সঙ্গে উজানটিয়ার রুপালি বাজার নানা বাড়িতে বেড়াতে যায়।রোববার সকালে শিশু মো. সাজিদ নানার বাড়ির পাশের কয়েকজন শিশুর সাথে খেলছিল। সেখানে সাজিদ মাছের ঘরে ডুবে যায়। পরে শিশুরা সাজিদের মাকে গিয়ে সাজিদের ডুবে যাওয়ার খবর দেয়। পরে মা পারভিন আকতার মাছের ঘেরে নেমে ৩০মিনিট খোঁজাখুঁজির পর সন্তানের মরদেহ কুড়িয়ে পান।

মা পারভিন আকতার ছেলের মরদেহের পাশে বসে বিলাপ করতে করতে বলেন, আমার বুকের ধন নাই হয়ে গেছে। আমার পরাণ ছিল ও। তাকে আল্লাহ নিয়া গেছে। আমি কি নিয়ে থাকব আল্লাহ। রাতে তো আমার বুক খালী পড়ে থাকবে। মনকে কেমনে বুঝাবো!

0Shares