Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪০জনের মাঝে সনদ বিতরণ

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওয়তায় কক্সবাজারের পেকুয়া উপজেলার ৪০জন বেকার নারী-পুরুষকে দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।

আজ দুপুর ১২টায় পেকুয়া উপজেলা পরিষদের হলরুমে এই সনদ বিতরণ অনুষ্ঠান হয়।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু।

বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাজ্জাদুল হক, পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, পেকুয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সুপেনন্দ বড়ুয়া, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান।

এছাড়া প্রশিক্ষনার্থীদের পক্ষে বক্তব্য দেন শেখ মোহাম্মদ হানিফ, সামির উদ্দিন ও সাবিহা খানম তুনজি।

প্রশিক্ষণ সনদ বিতরণ শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণের চেক বিতরণ করা হয়।

0Shares