কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চকরিয়া সড়ক ও জনপদ বিভাগের (সওজ) ডাকবাংলোর একটি পুকুরে ডুবে জান্নাতুল মাওয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
জান্নাতুল মাওয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়ার মোহাম্মদ ছুট্টুর মেয়ে।
চকরিয়া সড়ক ও জনপদ বিভাগের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমাদের কর্মচারি ছুট্টুর মেয়ে মাওয়া বিকেল পাঁচটার দিকে ডাকবাংলোর পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পুকুর থেকে না ফেরায় ওই শিশুর পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে তাঁরা দেখতে পান, মাওয়া পুকুরের পানিতে ডুবে গেছে। তাকে উদ্ধারের পর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ পুকুরে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।