নিজস্ব প্রতিবেদক
বিজয় টিভি, সিপ্লাস টিভি ও দৈনিক পূর্বকোণের প্রতিনিধি কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. হোবাইব সজীবের মা ফাতেমা বেগমের (৭৫) জানাজা শেষে দাফন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) জোহরের নামাজ শেষে মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ শেষে মোহাম্মদ শাহ ঘোনা মনগাজি পাড়া জামে মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
ফাতেমা বেগম মহেশখালী উপজেলার কালামারছড়ার ঐতিহ্যবাহী খউস্ব’র গোষ্ঠীর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোজাফ্ফর আহমদ কালুর সহধর্মিণী ও মরহুম বাহারুল্লাহ মাতাব্বারের মেয়ে। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
তিনি বেশ কিছুদিন ধরে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শে তাকে গতকাল শুক্রবার মহেশখালীর বাড়িতে নিয়ে আসা হয় এবং রাতেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
এদিকে সাংবাদি হোবাইব সজিবের মায়ের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম,মহেশখালী প্রেসক্লাব,মহেশখালী উপজেলা প্রেসক্লাব,মহেশখালী অনলাইন প্রেসক্লাব, পেকুয়া উপজেলা প্রেসক্লাব, সমুদ্র সংবাদ ডট কম, মহেশখালীর সব খবর, বন্দর নিউজ ২৪, কক্সবাজার নিউজ ২৪(সিবিএন),মহেশখালী পরিবেশ আন্দোলন (বাপা), কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক শরীফসহ বিভিন্ন রাজনৈতিক ও গনমান্য ব্যক্তিবর্গ।