প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ সোমবার বিকেলে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর পরীবাগের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রায় দেড় ঘণ্টা তাঁদের মধ্যে আলোচনা হয়।
বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি গতিশীল ও বিস্তৃত সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই অংশীদারত্বকে আরও গভীর ও সমৃদ্ধ করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
0Shares