Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় যুবদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়াকে আইনশৃঙ্খলা বাহিনী লোক পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যুবদল ও জকরিয়ার স্ত্রী তানিয়া সুলতানা সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

তানিয়া সুলতানার অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চকরিয়া শহর থেকে জকরিয়াকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় একদল লোক। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে আমার সঙ্গে জকরিয়ার কথা হয়। ওই সময় তিনি জানিয়েছিলেন, পরিচিত এক ব্যক্তির সঙ্গে গাড়ি বিক্রি সংক্রান্ত বিষয়ে কথা বলতে কক্সবাজার শহরে যাবেন। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি।

তিনি আরও বলেন, ‘কয়েকজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয়ে তাঁকে তুলে নিয়ে গেছে কিছু লোক।’

চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি ওমর আলী বলেন, ‘২৪ঘণ্টা পার হলেও জকরিয়ার কোনো খোঁজ পাওয়া পাচ্ছে না। রাজনীতির পাশাপাশি গাড়ির ব্যবসা রয়েছে তাঁর। আমরা যতদূর জানি, তাঁর বিরুদ্ধে আদালত ও থানায় কোনো মামলা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ যদি জকরিয়াকে তুলে নেন তাহলে অবিলম্বে তাকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর অথবা আদালতে হাজির করার দাবি করছি।’

চকরিয়া চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘জকরিয়া নামের কেউ আমাদের কাছে আটক নেই। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কাউকে তুলে নেয়ার বিষয়েও আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। তবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

0Shares