
কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পৃথক স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মুদির দোকান পুড়ে গেছে। এতে ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার হারবাং ইউনিয়নের নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ আহমেদ বলেন, ভোর চারটার দিকে হারবাং ইউনিয়নের নাথ পাড়ার পরিতোষ নাথের বাড়ির উঠানে রাখা একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন প্রাকৃতিক কাজ সারতে বাড়ি থেকে বের হলে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায়। পরে পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পরিতোষের চার লাখ টাকা দামের গাড়িটি পুড়ে যায়।
এদিকে ভোর সাড়ে পাঁচটার দিকে কাজল নাথের মালিকানাধীন মুদির দোকানে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া একই পাড়ায় দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় একটির সঙ্গে আরেকটির যোগসাজশ আছে কিনা তাও দেখা হচ্ছে।





